আমাশয় রোগের লক্ষন ও প্রতিকার সম্পর্কে জেনে নিন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা আমাশয় রোগের লক্ষন ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আপনার মনে যদি আমাশয় রোগের লক্ষন ও প্রতিকার সম্পর্কে কোনো জানার আগ্রহ থাকে তাহলে আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনি আমাশয় রোগের লক্ষন ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পেট ব্যাথা নিয়ে পায়খানা হয়ে থাকে আমাদের প্রায় সময়ই । মিউকাস বেশি থাকলে মলের সাথে তখন সেটাকে আমাশয় বলি আমরা । মলের সাথে রক্ত নির্গত হলে সেই আমাশয় কে আমরা রক্ত আমাশয় বলে থাকি । সবার কাছেই অনেক পরিচিত আমাশয় রোগটি ।
ভূমিকা
সাধারণত বর্ষাকালে হওয়া একটি রোগ বলে মনে করা হয় আমাশয় বা পেট খারাপ কে । দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি দ্রুত । অতিরিক্ত সতর্ক থাকুন আপনি কি খাওয়া দাওয়া করছেন এবং কোথায় করছেন সে সম্পর্কে । আমাশয় রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করব ।
আমাশয় কি
শ্লেষা বা রক্তের সাথে ঘন ঘন পায়খানা হওয়া আমাশয় হল অন্ত্রের একটি সংক্রমণ । এটি স্থায়ী থাকে সাধারণত ৩-৭ দিন । দীর্ঘস্থায়ী ও হতে পারে কিন্তু আমাশয় । পর জিবি বা ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে আমাশয় । আমাশয় রোগটি মারাত্মক না হলেও অনেক যন্ত্রণাদায়ক ।
আমাশয় রোগের প্রকারভেদ
দুই ধরনের হয়ে থাকে আমাশয় সাধারণত
১.বেসিলারি আমাশয়ঃ শিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই আমাশয় হয়ে থাকে । এটি পরিচিত শিগেলোসিস নামেও ।
ডিহাইড্রেশন এবং ব্যাকটেরিয়া বিষক্রিয়াজনিত বিশ দ্বারা সৃষ্টি হয় এই রোগটি হালকা আক্রমণ থেকে শুরু করে মারাত্মক অবস্থায় পৌঁছায় । এই আমাশয় ছড়িয়ে থাকে সাধারণত জীবাণু বাহি অপরিষ্কার হাত , বাসি খাবার এসবের মাধ্যমেই । বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় এই আমাশয় ।
২.অ্যামিবিক আমাশয়ঃ এই রোগ ছড়ায় অ্যামিবা জীবাণুর মাধ্যমে । এটি পরিচিত অ্যামেবিয়াসিস নামেও । এই আমাশয় উন্নত বিশ্বে কম দেখা যায় । বেশিদিন স্থায়ী হয় এবং চিকিৎসাও তুলনামূলক কঠিন বেসিলারি আমাশয় থেকে ।
অ্যামিবা ঘটিত আমাশয়ের প্রবণতা অত্যন্ত কম পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বড় ছেলে মেয়েদের এই আমাশয়ের প্রবণতা বেশি হয়ে থাকে । ক্লান্তীয় অঞ্চলে দূষিত জল পান করার মাধ্যমে বা দূষিত খাবার খাওয়ার মাধ্যমে এই আমাশয় হয়ে থাকে ।
দীর্ঘস্থায়ী আমাশয়ঃ স্বল্প মেয়াদে আমাশয় অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয় উভয়ই । অল্প দিনেই সেরে যায় এই দুই ধরনের আমাশয় অনেক সময় সেরে যায় বিনা চিকিৎসায় এই আমাশয় গুলো । মলদার সর্বদাই ফাক হয়ে থাকে দীর্ঘস্থায়ী আমাশয়ের ক্ষেত্রে ।
অনেকদিন চিকিৎসার প্রয়োজন হয় দীর্ঘস্থায়ী আমাশয় হলে । দীর্ঘস্থায়ী আমাশয়কে ইরিটেবল বাউয়েল সিনড্রোম চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ।
আমাশয় কেন হয়
এই রোগটি হয়ে থাকে জীবাণু ঘটিত ও পরজীবী ঘটিত সংক্রমণের মাধ্যমে । দুর্বল সেনীটেশন দ্বারা সৃষ্টি হয় আমাশয় সাধারণত । যেমনঃ
- দূষিত খাদ্য খাওয়া থেকে
- দূষিত জল এবং অন্যান্য পানীয় থেকে
- সাঁতার কাটা দূষিত জলে
আমাশয় দ্বারা সংক্রামিত যখন একজন ব্যক্তি সংক্রামিত হয় তখন অন্ত্রে বাস করে সেই অনু জিপটি । মলের মধ্য দিয়ে দেহের বাহিরে চলে যায় সংক্রামিত ব্যক্তির । দূষিত হয়ে যায় এই অনুজীবটি যখন পানি বা খাবারের স্পর্শে এসে যায় ।
আমাশয় রোগের লক্ষণ
পাঁচ দিন বা তারও বেশি সময় ধরে থাকতে পারে আমাশয়ের উপসর্গ । উপসর্গগুলি হালকা মাত্রার হতে পারে কারো কারো জন্য আবার ঢুকতে পারে গুরুতর ডায়রিয়া বা বমিতে । শরীরের পানি হতে পারে এই ডায়রিয়া বা বমি তে ।
- ডায়রিয়া রক্তাক্ত
- ফাঁপা পেট
- পেট ব্যথা ।
- ফোলা পেট
- বমি বমি ভাব
গুরুতর হয় যদি সংক্রমণ তাহলে রোগে পারমিশন্যতার কারণে অনুভব করতে পারে অন্যান্য কিছু উপসর্গগুলি যেমনঃ
- কমে যাওয়া প্রস্রাবের পরিমাণ
- ত্বক শুষ্ক হওয়া
- তৃষ্ণা অতিরিক্ত
- সর্দি এবং জ্বর
- খিচুনি ব্যাথা পেশিতে
- শক্তি হ্রাস দৈহিক
- ওজন হ্রাস
আমাশায় রোগের চিকিৎসা
দুই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে দুই ধরনের আমাশয়ের জন্য । কোন ধরনের চিকিৎসা পদ্ধতি রোগের জন্য উপযুক্ত হবে বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে নির্ধারণ করবেন ।
বেসিলারি আমাশয়ে চিকিৎসা
শিগেলা ব্যাকটেরিয়ার মাধ্যমে বেসিলারি আমাশয় মূলত হয়ে থাকে । কোন ঔষধ গ্রহণের প্রয়োজন পড়ে না এ ধরনের আমাশয়ে সাধারণত । ভালো হয়ে যায় এটি ৩-৭ দিনের মধ্যেই । নিয়ম মেনে চলতে হবে যে সকল তা হলঃ
১.প্রচুর পরিমাণে পানীয় পান করতে হবে রোগীকে ।
২.স্যালাইন খেতে হবে প্রতিবার মলত্যাগ করার পর । স্যালাইন হচ্ছে এ রোগের সবচেয়ে বড় ঔষধ ।
৩.অন্যান্য পানীয় খেতে হবে স্যালাইন ছাড়াও যেমনঃ চিনির শরবত, ডাবের পানি , বিশুদ্ধ পানি এবং বিভিন্ন ফলের জুস ইত্যাদি ।
আড়ও পড়ুনঃ ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে জেনে নিন
এ রোগ ভালো হয়ে যায় সাধারণত এ চিকিৎসায় ৩-৭ দিনের মধ্যে । অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিন দিনের ভেতর এই রোগ ভালো না হলে । ঔষধ এবং অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিবেন বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে । ঔষধ গুলি হলঃ
- সিপ্রোক্সাসিন
- ওফ্লক্রাসিন
- লিভোফোক্সাসিন
- এজিথ্রোমাইসিন ইত্যাদি ।
অ্যামিবিক আমাশয়ের চিকিৎসা
ঔষধের প্রয়োজন পড়ে সাধারণত অ্যামিবিক আমাশয় এর ক্ষেত্রে । বিশেষজ্ঞ চিকিৎসক কিছু এলোপ্যাথিক ঔষধ সেবনের পরামর্শ দিবেন প্রচুর পরিমাণে পানীয় পান করার পাশাপাশি । এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় সে ওষুধগুলো যথাযথ পদ্ধতিতে সেবন করলে ।
- মেট্রোনিডাজল (ফ্লাজিল)
- টিনিডাজোল (টিনডা ম্যাক্স)
- প্যারোমোমাইসিন
- আয়োডোকুইনল ইত্যাদি ।
ডাক্তার প্যারাসিটামল খাবার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও চলাকালীন ব্যাথা ও জ্বর নিরাময়ের জন্য ।
আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা
দুর্বল স্বাস্থ্যবিধি আমাশয়ের প্রাথমিক কারণ ।. সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসলে অন্য একজন সাধারণ মানুষ সংক্রামিত হতে পারে । নিচে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে আমাশয়ের চিকিৎসা নিয়ে আলোচনা করা হলো ।
১.আদা চা
অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আদা । বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি এবং ঘরোয়া প্রতিকার আমাশয়ের চিকিৎসার জন্য একটি কার্যকর । পেটকে শক্তিশালী করে হজমে সহায়তা করে আদা । এক টুকরো আদা গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে চা বানিয়ে খেতে হবে । দুই থেকে তিনবার এই আদা চা প্রতিদিন পান করুন ।
অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আদা । বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি এবং ঘরোয়া প্রতিকার আমাশয়ের চিকিৎসার জন্য একটি কার্যকর । পেটকে শক্তিশালী করে হজমে সহায়তা করে আদা । এক টুকরো আদা গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে চা বানিয়ে খেতে হবে । দুই থেকে তিনবার এই আদা চা প্রতিদিন পান করুন ।
২.আদা এবং লবণ
আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসার জন্য চমৎকার প্রতিকার আদা এবং লবণ । আদা বেটে রস করে নিন তারপর এক চিমটি লবণ দিন । এটি দুই একবার পান করুন দেখবেন আমাশয় ভালো হয়ে গেছে ।
৩.ডালিম
ডালিম একটি দুর্দান্ত প্রতিকার আমাশায় বন্ধ করার জন্য । আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসার জন্য এর রস পান করতে পারেন বা এর ফল খেতে পারেন । লুজ মোশন এর চিকিৎসায় বেশ কার্যকর ডালিমের পাতা ।
আমাশায় রোগের প্রতিরোধ
বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে দাঁত ব্রাশ করতে হবে এবং সবসময় বিশুদ্ধ পানি পান করতে হবে। বিশুদ্ধ পানি ও হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া মলত্যাগের পরে । অবশ্যই হাতে পানি ও হ্যান্ড ওয়াস বা সাবান ভালো করে দিতে হবে । খাবার গ্রহণের পূর্বে এবং রান্না করার আগে কম খেতে হবে বাহিরের খাবার । গরম পানি ও ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে ব্যবহৃত পোশাক তাওয়াল ইত্যাদি ।
ব্যবহার করা যাবে না একজনের তাওয়াল অন্যজনের । গুরত্ব সম্পর্কে জানাতে হবে শিশুদের হাত ধোয়ার । সাবধানতা অবলম্বন করতে হবে অসুস্থ শিশু ডায়াপার পরিবর্তন করার সময় । সাঁতার কাটার সময় পানি গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে সুইমিং পুলে ।
লেখকের মন্তব্য
পরিশেষে আমরা বলতে পারি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাশার রোগ থেকে মুক্তি পেতে পারি । বিশুদ্ধ পানি বিশুদ্ধ খাবার গ্রহণের মাধ্যমেও আমাশয় রোগ হতে রক্ষা পেতে পারি ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url